গোলাপগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ০৭, ২০২২
০২:৫৫ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০৭, ২০২২
০২:৫৬ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নে কানিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবাসী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় স্কুল পরিচালনা কমিটির উদ্দ্যোগে কানিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রবাসী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মুতলিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মনজুর সাফি চৌধুরী এলিম ।
শিক্ষক শরিফ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভেজ তালুকদার, ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ, কানিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বুরহান উদ্দিন, স্কুলের প্রধান শিক্ষক আবদুল মতিন, প্রবাসী এইচ এম ফজলুল ইসলাম, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান খায়রুল ইসলাম শোয়েব, প্রবাসী নাসিম উদ্দিন, শোয়েব আহমদ, ইউপি সদস্য রাজু আহমদ, প্রবাসী জয়নুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি মানিক আহমদ, স্কুলের সহ-সভাপতি কাওছার আহমদ, শিক্ষক মাহবুবুর রহমান শিবলু, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর প্রমুখ ।
এসময় অতিথিবৃন্দসহ ৫ জন প্রবাসীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এফএমএ/আরসি-১৪