কুশিয়ারা-সুরমার ভাঙনরোধে ব্যয় হবে ৫ হাজার কোটি টাকা

বালাগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ০৭, ২০২২
০৯:৪১ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৭, ২০২২
০৯:৪৩ অপরাহ্ন



কুশিয়ারা-সুরমার ভাঙনরোধে ব্যয় হবে ৫ হাজার কোটি টাকা

পানি সম্পদ উপমন্ত্রী এ.কে.এম. এনামুল হক শামীম বলেছেন, কুশিয়ারা নদীর ভাঙনে ৮শ কোটি টাকা প্রকল্প হাতে নেয়া হবে, তাৎক্ষণিক ১০ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে। কুশিয়ারা ও সুরমা নদীর ভাঙনরোধে আলাদা করে আরো ৫ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। ছোট ছোট প্যাকেজ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এই প্রকল্পের কাজ বাস্তবায়ন হবে। বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপমন্ত্রী এই কথাগুলো বলেন। 

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাত ৯টায় বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। 

দিনে পানি সম্পদ উপমন্ত্রী নৌকাযোগে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর ভাঙন এলাকা ঘুরে দেখেন। 

সভায় বিশেষ অতিথির বক্তৃতায় সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেন, ৩৭৫কোটি টাকা ব্যয়ে বালাগঞ্জে কুশিয়ারা নদীতে সেতু নির্মাণ করা হবে। কুশিয়ারা নদীর স্থানে-স্থানে ঘাট নির্মাণ করা হবে। স্বাধীনতা দিবসের আগে বালাগঞ্জের বড়ভাঙ্গা নদীতে দেশরতœ শেখ হাসিনা সেতুর কাজ আবার শুরু হবে। জুনের মধ্যে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের কাজ শেষ হবে। এই অঞ্চলে খাল খননের জন্য ৫০ কোটি টাকা এবং সার্বিক উন্নয়নে দেয়া হবে আরো ৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে। ৩ কোটি ২০ লাখ ব্যয়ে বালাগঞ্জ বাজার উন্নয়ন, বাজারে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ, গোল চত্তর স্থাপন ও পানির ফুয়ারা বসানোসহ বাজারে সোলার লাইট স্থাপন করা হবে। বালাগঞ্জে শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণ, পার্ক নির্মাণ, সাস্কৃতিক কেন্দ্র স্থাপন ও বঙ্গবন্ধু গ্রন্থাগার করা হবে। পশ্চিম গৌরীপুর-পূর্ব গৌরীপুর ইউনিয়নের রাস্তার কাজ সম্পন্ন করা হবে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়ার পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট-২ আসনের সাবেক এমপি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকে রনজিত সরকার। বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, এমএ মতিন, রফিকুল আলম, জুনেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক আহমদ, কৃষকলীগের আহবায়ক আলাল মিয়া, শ্রমিকলীগের সভাপতি আব্দুল আহাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল ও সাধারণ সম্পাদক রুবেল আহমদ প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস। দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ। 

এছাড়া, জেলা-উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় প্রধান অতিথিকে ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত বালাগঞ্জর ঐতিহ্যবাহি শীতলপাটি উপহার দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতে পরিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বোয়ালজুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারি রুহেল আহমদ চৌধুরী ও গীতা পাঠ করেন পূর্ব গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিমাংশু রঞ্জন দাস। 

আলোচনা সভা শেষে একই মঞ্চে মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। 

এস এ/বি এন-০৪