শাবিপ্রবিতে আইএমএলের বহুভাষিক ম্যাগাজিন 'সূচনা'র মোড়ক উন্মোচন

শাবিপ্রবি প্রতিনিধি


জানুয়ারি ০৮, ২০২২
০১:৫৪ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৮, ২০২২
০১:৫৪ পূর্বাহ্ন



শাবিপ্রবিতে আইএমএলের বহুভাষিক ম্যাগাজিন 'সূচনা'র মোড়ক উন্মোচন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আধুনিক ভাষা ইন্সটিটিউট (আইএমএল) এর ১ম বহুভাষিক ম্যাগাজিন 'সূচনা'র মোড়ক উন্মোচন করা হয়েছে। এসময় জানুয়ারি-জুন ২০২২ সেশনের নবীণ শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। 

শুক্রবার (৭ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের গ্যালারি-১ এ এই নবীণবরণ ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আধুনিক ভাষা ইন্সটিটিউট ফ্রাঞ্চ ভাষার সহযোগী অধ্যাপক মো. রিয়াদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। এছাড়া অতিথি হিসেবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি  (জিইবি) বিভাগের অধ্যাপক মো. শামসুল হক প্রধান, আইএমএল এর পরিচালক অধ্যাপক মো. আলমগীর তৈমুর উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ বলেন, জ্ঞান-বিজ্ঞান এখন এক জায়গায় কিংবা একই দেশে সীমাবদ্ধ নেই। ভাষার মাধ্যামে তা দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়েছে। ভাষা শিক্ষা সেই কাজটিকেই ত্বরান্বিত করছে। নিজের অর্জিত জ্ঞানকে অন্য জাতির কাছে ছড়িয়ে দেয়ার অন্যতম মাধ্যম ভাষা শিক্ষা।

এইচএন/আরসি-১২