তবারক হোসেইন-শামসুন্নাহার গ্রন্থাগারের উদ্বোধন আজ

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ০৮, ২০২২
০১:৪৭ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৮, ২০২২
০১:৪৯ পূর্বাহ্ন



তবারক হোসেইন-শামসুন্নাহার গ্রন্থাগারের উদ্বোধন আজ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠিত হয়েছে ‘তবারক হোসেইন-শামসুন্নাহার’ গ্রন্থাগার। আজ শনিবার (৭ জানুয়ারি) বিকেল ৩ টায় বিদ্যালয় প্রাঙ্গণে গ্রন্থাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ও সাংসদ মো. শাহাব উদ্দিন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী, মদন মোহন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, ভ্রমণ লেখক, নাট্যকার ও নির্মাতা শাকুর মজিদ, মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপ রেজিস্ট্রার লেখক ও গবেষক মিহিরকান্তি চৌধুরী, লেখক ও ফোকলোর গবেষক মোস্তফা সেলিম ও স্থপতি রাজন দাস। 

এছাড়া উপস্থিত থাকবেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান রফিক উদ্দীন আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি রফিকুল ইসলাম সুন্দর। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাছিত। 

আরসি-০২