বঙ্গবন্ধু কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড : সিলেট জোনের আয়োজক শাবিপ্রবির সিইপি বিভাগ

শাবি প্রতিনিধি


জানুয়ারি ০৮, ২০২২
০৮:১৬ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৮, ২০২২
০৮:১৬ অপরাহ্ন



বঙ্গবন্ধু কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড : সিলেট জোনের আয়োজক শাবিপ্রবির সিইপি বিভাগ

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম) এর উদ্যোগে প্রথমবারের মত আয়োজিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড। আগামী ২১ জানুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হবে এ অলিম্পিয়াডের প্রথম পর্ব। 

অলিম্পিয়াডে সিলেট জোনের আয়োজনে থাকছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স(সিইপি)বিভাগ। এই জোনের মধ্যে রয়েছে সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলা। 

এ প্রতিযোগিতাটি তিনটি গ্রুপে অনুষ্ঠিত হবে। প্রথম গ্রুপ ৮ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা। দ্বিতীয় গ্রুপ একাদশ-দ্বাদশ শ্রেণী এবং তৃতীয় গ্রুপ স্নাতক এবং তদূর্ধ্ব শিক্ষার্থীরা অংশ নিবেন। আগ্রহীরা আগামী ১১ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। এতে সম্পূর্ণ ফ্রিতে নিবন্ধন করতে পারবেন শিক্ষার্থীরা। আগ্রহীরা www.bricm.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। 

প্রতিযোগিতাটি আয়োজনের জন্য শাবিপ্রবির সিইপি বিভাগ ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে আহবায়ক হিসেবে রয়েছেন সিইপি বিভাগের অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. সালমা আখতার। সদস্য সচিব হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মো: জাকির হোসেন। এছাড়া সদস্য হিসেবে থাকছেন একই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, সহযোগী অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন। এছাড়া প্রতিযোগিতাটি আয়োজনের জন্য একটা দক্ষ ভলান্টিয়ার টিম গঠন করা হয়েছে। এই টিমকে কো-অর্ডিনেট করবেন সিইপি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো: সরোয়ার জামান।

উল্লেখ্য, প্রতিযোগিতা শেষে নির্বাচিত প্রথম স্থান অধিকারীকে শিক্ষার্থীকে একটি ল্যাপটপ ও মেধাক্রম অনুসারে প্রতি গ্রুপের প্রথম পাঁচ জনকে ক্রেস্ট এবং অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সুভ্যেনিয়র এবং সনদপত্র প্রদান করা হবে।

এইচ এ/বি এন-০৩