গোলাপগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ০৯, ২০২২
০২:০৮ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০৯, ২০২২
০২:১৭ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে ডাকাতি, অস্ত্রসহ ৮ মামলার পলাতক আসামি জামিল আহমদ ওরফে মো. শামীম (৩১) কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ।
শুক্রবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার কোনাগাঁও এলাকা থেকে এএসআই প্রনয় এবং এএসআই সিদ্দিকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত জামিল আহমদ ফরমান আলীর ছেলে । তার বিরুদ্ধে সিলেট জেলার গোলাপগঞ্জ ও জৈন্তাপুর থানায় ডাকাতি, অস্ত্র এবং ডাকাতির প্রস্তুতি সহ সর্বমোট ৮ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এফএমএ/আরসি-১৬