কোম্পানীগঞ্জে ফারুক আহমদ স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ০৯, ২০২২
০২:২৫ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৯, ২০২২
০২:২৫ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে ফারুক আহমদ স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিভক্ত ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক মরহুম ফারুক আহমদ স্মৃতি পরিষদের উদ্যোগে ২০তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপজেলার ভিন্ন স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখা থেকে দুইশত ছয় জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শনিবার (৮ জানুয়ারি) উপজেলার পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের শ্রেণীকক্ষে সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়েছে। 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার  পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যেতে ২০০০ খ্রিস্টাব্দ থেকে চালু হয়ে ফারুক আহমদ স্মৃতি বৃত্তি পরীক্ষা। কোম্পানীগঞ্জের শিক্ষার্থীদের বিশেষ মেধাবৃত্তি প্রদান করে উৎসাহ প্রদান এবং শিক্ষা জীবনে উন্নতিকল্পে প্রতি বছরের ন্যায় এই বছরেও অনুষ্ঠিত হয়েছে ২০তম ফারুক আহমদ স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২১ইং।

উপজেলার ১৩ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ১৪ জন শিক্ষার্থী। ৪র্থ শ্রেণীতে ১৪৯ শিক্ষার্থীর মধ্যে ১৪০ জন পরীক্ষা দেন। ৭ম শ্রেণীতে থেকে ৭১ জন পরীক্ষার্থীদের মধ্যে ৬৬ জন পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

মাধ্যমিকে হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন শফিকুল ইসলাম, সহ হল সুপার দেলোয়ার হোসেন। প্রাথমিকে হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শাহরিয়ার আল আজাদ, সহকারী হল সুপার বিপুল রঞ্জন সরকার।

বৃত্তি পরীক্ষা পরিদর্শনে করেন পাড়ুয়া আনোয়ারা স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বসন্ত কুমার শর্মা, মরহুম ফারুক আহমদ স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ও ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফরহাদ হোসেন, পরিষদের সদস্য সচিব সুজাত হোসেন, সাংবাদিক তারিকুল ইসলাম, মানবাধিকার ফাউন্ডেশন ট্রাস্ট অব বাংলাদেশ সিলেট বিভাগীয় সভাপতি  আব্দুল আল মামুন, সহ-সভাপতি কামরান হোসেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সদস্য কবির আহমদ প্রমূখ।

কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত পালন করেন রাসেল আহমদ, রবীন্দ্র কুমার সিংহ,হাফছা আক্তার,মাহবুবা আক্তার, তারেক হোসেন,আনোয়ারুল হক,আব্দুল আহাদ কাসিমি,জেসমিন আক্তার,রুহেল আহমদ,সালমান আহমদ, মিলন মিয়া।

উপ পরীক্ষা নিয়ন্ত্রণক ও ফারুক আহমদ স্মৃতি পরিষদের সদস্য আমিনুর রহমান জসিম বলেন, কোম্পানীগঞ্জের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মেধাবৃদ্ধি এবং প্রতিযোগী শিক্ষায় অগ্রসর করতে ২০০০ খ্রিস্টাব্দ থেকে চালু হয়েছে ফারুক আহমদ স্মৃতি বৃত্তি পরীক্ষা। প্রতি বছর সংগঠনের নিজস্ব তহবিল থেকে মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করে থাকে। ভবিষ্যতেও এ ধারা অব্যহত থাকবে।

পরীক্ষা নিয়ন্ত্রণ আব্দুল মালিক দৈনিক সিলেট মিররকে জানান, সুষ্ঠু ও সুন্দর ভাবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কেএ/আরসি-১৭