জৈন্তাপুরে উপজেলা চেয়ারম্যানের রাস্তার কাজ পরিদর্শন

জৈন্তাপুর প্রতিনিধি


জানুয়ারি ০৯, ২০২২
০৮:১৪ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৯, ২০২২
০৮:১৪ অপরাহ্ন



জৈন্তাপুরে উপজেলা চেয়ারম্যানের রাস্তার কাজ পরিদর্শন

জৈন্তাপুরে দরবস্ত ইউনিয়নের পূর্ব ভাইটগ্রাম রাস্তার কাজ পরিদর্শন করেছেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

রবিবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা দরবস্ত ইউনিয়নের পূর্ব ভাইটগ্রামের রাস্তার মাটি কাজ পরিদর্শন করেন তিনি।

দীর্ঘদিন থেকে পূর্ব ভাইটগ্রামের জনসাধারণ তাদের চলাচলের একমাত্র রাস্তাটি দিয়ে হাঁটাচলা করার প্রায় অনুপযোগী হয়ে গিয়েছিল।

যার কারণে উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের আওতায় জনসাধারণকে যাতায়াতের কষ্ট দূর করতে পূর্ব ভাইট গ্রামের রাস্তাটির কাজ কাজের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কাজের সার্বিক খোঁজ খবর নিতে রাস্তাটি পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় স্থানীয় এলাকাবাসী সাথে ছিলেন। 

চেয়ারম্যান কামাল আহমদ বলেন, ভাইটগ্রাম সহ অত্রঅঞ্চলের বাসিন্দাদের চলাচলের সুবিধার জন্য ইট সলিং কাজের বরাদ্ধের জন্য আমি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আর্কষণ করব। 

আর কে/বি এন-০৩