জৈন্তাপুর প্রতিনিধি
জানুয়ারি ০৯, ২০২২
০৮:১৮ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০৯, ২০২২
০৮:১৮ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে ৩য় দফায় ৮০টি সরকারী খাস শ্রেণীভূক্ত ভুমিতে বসবাসরত গৃহহীন বাসিন্দাদের জন্য মুজিব বর্ষের ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
রবিবার (৯ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলা চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল উত্তর গ্রামে ৮০টি ঘরের মধ্যে ১১টি ঘর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূসরাত আজমেরী হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাহ উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা রুবেল শরীফ, সাবেক ইউপি সদস্য রুহেল আহমদ ও ইউপি সদস্য জালাল উদ্দিন।
উপজেলা নির্বাহী অফিসার নূসরাত আজমেরী হক বলেন, সারাদেশে ৩য় পর্যায় হলেও জৈন্তাপুরে ২য় পর্যায়ে ৮০টি ঘরের মধ্যে ১১টি ঘরের নির্মাণ কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু করেছি। দ্রুত সময়ের মধ্যে বাকি ঘরগুলোর কাজ শেষ করে ভূমিহীনদের মধ্যে হস্তান্তর করব।
আর কে/বি এন-০৪