জৈন্তাপুর প্রতিনিধি
জানুয়ারি ০৯, ২০২২
০৮:২১ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০৯, ২০২২
০৮:২১ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫ইউপি চেয়ারম্যানগণ নিজ নিজ ইউনিয়নে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন।
রবিবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় নিজ নিজ কার্যালয়ে জৈন্তাপুর উপজেলার নব নির্বাচিত ৫ ইউপি চেয়ারম্যানগণ পূর্ববর্তী চেয়ারম্যানদের নিকট হতে ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণকারীরা হলেন ৬ নম্বর চিকনাগুল ইউপির চেয়ারম্যান মো. কামরুজ্জামান চৌধুরী, ৫ নম্বর ফতেপুর ইউপির চেয়ারম্যান রফিক আহমদ, ৩ নম্বর চারিকাটা ইউপির চেয়ারম্যান মো. সুলতান করিম, ২ নম্বর জৈন্তাপুর ইউপির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম এছাড়া ৪ নম্বর দরবস্ত ইউপি চেয়ারম্যান ২য় বারের মত নির্বাচিত হওয়ায় নতুন ইউপি সদস্য ও সদস্যাদের নিয়ে তিনি ২য় মেয়াদে ইউনিয়ন পরিষদের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করেন।
আর কে/বি এন-০৫