জায়েদ-মিশার বিরুদ্ধে থানায় জিডি

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ০৯, ২০২২
১০:১১ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৯, ২০২২
১০:১১ অপরাহ্ন



জায়েদ-মিশার বিরুদ্ধে থানায় জিডি

সদ্য মেয়াদ শেষ হওয়া বাংলাদেশ শিল্পী সমিতির বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানসহ কার্যকরী কমিটির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) লিপিবদ্ধ করা হয়েছে। সমিতির ২৪০ জন সদস্যের চাঁদা নিয়ে রশিদ না দেওয়ার অভিযোগে শনিবার (৮ জানুয়ারি) রাতে এ জিডি করা হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় লিপিবদ্ধ হওয়া জিডি নম্বর ৩৮৮।

জিডিতে উল্লেখ করা হয়েছে, ‘২৪০ জন সদস্য শিল্পী সমিতির বার্ষিক চাঁদা হিসেবে জনপ্রতি ২৪০০ টাকা করে সমিতি কর্তৃক দায়িত্বপ্রাপ্ত জাকির ও জামালের কাছে জমা দিয়েছেন। চাঁদার রসিদ সঙ্গে সঙ্গে দেওয়ার কথা থাকলেও দীর্ঘ ১৫ দিন ধরেই দিচ্ছি দিচ্ছি বলে দিচ্ছে না। জাকির ও জামালের কাছে গেলে তারা জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করছেন না, আমি কী করব? 

আজ (শনিবার) সদস্যদের চাঁদা দেওয়ার শেষ তারিখ ছিল। কিন্তু আজ অবধি আমরা আমাদের চাঁদা জমা দেওয়ার কোনো রসিদ পাইনি। কিন্তু মিশা-জায়েদ খান প্যানেলের সব সদস্যের চাঁদার রসিদ দেওয়া হয়েছে।’

জিডিতে আরমান অভিযোগ করেছেন, ‘একটি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম, আমাদের টাকায় রসিদ কেটে মিশা-জায়েদ সদস্যদেরকে পাঠিয়ে বলছেন- তোমাদের টাকা আমি দিয়ে দিলাম। আজ ৮ জানুয়ারি সন্ধ্যা ৬টায় জাকির ও জামালের কাছে রসিদ চাইতে গেলে তারা বলেন- আপনাদের টাকা ফেরত নিয়ে যান। জায়েদ খান নিয়মিত অফিস করলেও আমাদের রসিদে স্বাক্ষর করেননি। মিশা-জায়েদ প্যানেলের সদস্যরা নিজেদের প্যানেলের স্বার্থেই এই পন্থা অবলম্বন করেছেন। তাই ভবিষ্যতের জন্য ডায়েরি করা প্রয়োজন।’

এ প্রসঙ্গে আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণও অভিযোগ পেয়েছেন বলে জানান। তিনি বলেন, ‘আমি শুনেছি অনেক শিল্পী চাঁদা দিলেও তা গ্রহণ করছে না সমিতি। রসিদ দিচ্ছে না। আবার যার রসিদ তাকে না দিয়ে বিভিন্নজনকে রসিদের ছবি পাঠানো হচ্ছে। এটা তো অন্যায়। আমি জেনেছি ২৪০ জন সদস্যের পক্ষ থেকে জিডি করা হয়েছে। সামনে নির্বাচন। হয়তো সেখানে প্রভাব ফেলতেই এ ধরনের কর্মকাণ্ড ঘটানো হচ্ছে।’

এদিকে এ ব্যাপারে জানতে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরের সঙ্গে যোগাযোগ করা হলে তার সাড়া মেলেনি।

আগামী ২৮ জানুয়ারি ২০২২-২০২৪ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান প্যানেলে নির্বাচন করবেন। অন্য প্যানেলে একুশে পদকজয়ী অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ নেতৃত্ব দিচ্ছেন।

আরসি-১৯