শাবি প্রতিনিধি
জানুয়ারি ১০, ২০২২
১১:০৮ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১০, ২০২২
১১:০৮ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১০ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এসময় শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান, উপ দপ্তর সম্পাদক সজিবুর রহমান,সাবেক সদস্য আশরাফ কামাল আরিফ, সমাজবিজ্ঞান অনুষদের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম, সাবেক সদস্য মোশাররফ হোসেন,ছাত্রলীগ নেতা তারেক হালিমী, রসায়ন বিভাগের সভাপতি মেহেদী হাসান স্বাধীন, ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, সমাজ বিজ্ঞান অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া,শামীম রানাসহ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এইচ এন/বি এন-১১