ভারতে করোনায় শনাক্তের সংখ্যা কমলো

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ১১, ২০২২
০৮:৩৭ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১১, ২০২২
০৮:৩৭ অপরাহ্ন



ভারতে করোনায় শনাক্তের সংখ্যা কমলো

করোনা মহামারির তৃতীয় ঢেউয়ের মুখোমুখি ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৮ হাজারের বেশি মানুষ। তবে নতুন এই আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা কম।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভারতে গত ২৪ ঘণ্টায় ২৭৭ জনের প্রাণ কেড়েছে করোনা। একই সঙ্গে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও এক লাখ ৬৮ হাজার ৬৩ জন; যা আগের দিনের তুলনায় প্রায় ৬ দশমিক ৪ শতাংশ কম।

সোমবার দেশটিতে করোনা শনাক্তের হার ১৩ দশমিক ২৯ শতাংশ হলেও মঙ্গলবার তা কমে ১০ দশমিক ৬৪ শতাংশে দাঁড়িয়েছে। এছাড়া সাপ্তাহিক করোনা শনাক্তের হার ৮ দশমিক ৮৫ শতাংশে পৌঁছেছে। সোমবার দেশটিতে এক লাখ ৭৯ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছিল।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগী আছেন ৮ লাখ ২১ হাজার ৪৪৬ জন; যা মোট রোগীর প্রায় ২ দশমিক ২৯ শতাংশ। তবে ভারতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার ৭৯০ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮৪ হাজার ২১৩ জন। 

দেশটিতে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৬৯ হাজার ৯৫৯ জন রোগী করোনামুক্ত হয়েছেন। এর ফলে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৫ লাখ ৭০ হাজার ১৩১ জনে। ভারতে বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠার হার ৯৬ দশমিক ৩৬ শতাংশ।

করোনার তৃতীয় ঢেউয়ের মুখোমুখি ভারতে এখন পর্যন্ত ১৫২ কোট ৮৯ লাখ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। এছাড়া সোমবার থেকে দেশটির জ্যেষ্ঠ ও ঝুঁকিপূর্ণ এবং সম্মুখসারির কর্মীদের টিকার বুস্টার ডোজের প্রয়োগ শুরু হয়েছে।

কোভিড-১৯ মহামারিতে ভারতে অন্যতম ক্ষতির শিকার হয়েছে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র। এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে করোনার অতি-সংক্রামক ধরন ওমিক্রনেই আক্রান্ত হয়েছেন এক হাজার ২৪৭ জন এবং মারা গেছেন ৮ জন।

জানুয়ারির শেষের দিকে মহারাষ্ট্রে করোনা সংক্রমণ সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে।

করোনাভাইরাসের লাগাম টানার লড়াইয়ে ইতোমধ্যে ভারতের বিভিন্ন প্রদেশ ও কেন্দ্র নিয়ন্ত্রিত অঞ্চলে নতুন করে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। হোটেল, শপিং মলে মানুষের প্রবেশে কড়াকড়ি আরোপের পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়।

বি এন-০৪