রাজনগর প্রতিনিধি
জানুয়ারি ১১, ২০২২
০২:৪৯ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১১, ২০২২
০২:৫০ অপরাহ্ন
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় মন্ডপে চুরির চারদিনের মাথায় দিনদুপুরে এক শিক্ষিকার বাসায় চুরির ঘটনা ঘটেছে।
এর আগে ৭ জানুয়ারি শুক্রবার দুপুরে রাজনগর বাজারে অবস্থিত মন্ডপে চুরির ঘটনা ঘটে।
একটি লিখিত অভিযোগের থেকে জানা যায়, মঙ্গলবার সকালে পাঁচগাঁও ইউনিয়নের আমীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিলকিছ বেগম ও দলিল লেখক ছিদ্দিকুর রহমান নিজ নিজ কাজে চলে যান। বিলকিছ বেগমের ভাগিনা আতহারুজ্জামান রাহাত বাসায় গিয়ে ওয়ারড্রপ ও স্টিলের আলমারী ভাঙা এবং কাপড় মেঝেতে পড়ে থাকতে দেখে।
পরে খবর পেয়ে বিলকিছ বেগম ও ছিদ্দিকুর রহমান গিয়ে দেখেন সাড়ে ৩ ভরি স্বর্ণ, নগদ ৪০ হাজার টাকা, বোরকা ও শাড়ি চুরি হয়েছে। সর্বমোট ৩ লাখ ৩ হাজার টাকার খোয়া গেছে।
উক্ত ঘটনায় শিক্ষকের ভাই কামরুজ্জামান হাম্মাদ রাজনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।এর আগে গত শুক্রবার দুপুরে রাজনগর বাজারে অবস্থিত মন্ডপ থেকে কাঁসার থালা ও কলসি বাসনপত্রসহ চোরেরা মোট ৩০ থেকে ৩৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় ।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন আমরা অভিযোগ পেয়েছি, বিষটি গুরুত্বসহকারে তদন্তে নামবো।
আরসি-২০