সিলেটে দারাজ কর্মীদের বিক্ষোভ, অফিসে তালা

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ১২, ২০২২
০৭:১৬ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৩, ২০২২
১০:০৩ অপরাহ্ন



সিলেটে দারাজ কর্মীদের বিক্ষোভ, অফিসে তালা

সিলেটে পর্যাপ্ত বেতন-ভাতা, নির্দিষ্ট সময়ে বেতন ও চাকরির নিশ্চয়তার দাবিতে সিলেটে দারাজ অফিসের সামনে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। 

আজ বুধবার (১২ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে নগরের নাইওরপুলস্থ দারাজ অফিসের সামনে দারাজের কর্মীরা এই বিক্ষোভ শুরু করেন। এ সময় দারাজ সিলেটের কার্যালয় তারা তালা দিয়ে দেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ চলছে। সেখানের পুলিশের একটি দলও উপস্থিত হয়েছে৷

এ ব্যাপারে দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) এ. এইচ. এম. হাসিনুল কুদ্দুস রুশো সিলেট মিররকে বলেন, পারস্পারিক চুক্তির মাধ্যমে দারাজের কর্মীরা নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিবদ্ধ হন এবং দারাজ সে অনুযায়ী কর্মীদের বেতন ও ভাতা প্রদান করে থাকে।

তিনি জানান, প্রতিষ্ঠানের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী দারাজে রাইডাররা কাজ করেন। ছুটি সংক্রান্ত বিষয়গুলোও চুক্তি অনুযায়ী সম্পাদিত হয়। এছাড়া, চুক্তিতে উল্লেখ না থাকলেও বড় ক্যাম্পেইন চলাকালীন প্রত্যক রাইডারদের অতিরিক্ত সুবিধা প্রদান করা হয়ে থাকে।

আর সি/বি এন-০৩