কোম্পানীগঞ্জে টুকেরগাওঁ আদর্শ ক্লাবের ক্রিকেট লিগের উদ্বোধন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ১২, ২০২২
০৭:২০ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১২, ২০২২
০৭:২০ অপরাহ্ন



কোম্পানীগঞ্জে টুকেরগাওঁ আদর্শ ক্লাবের ক্রিকেট লিগের উদ্বোধন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী টুকেরগাওঁ আদর্শ ক্লাবের প্রিমিয়ার লিগের (সিজন ৭) টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার টুকের বাজার স্কুল মাঠে খেলার উদ্বোধন করেন অতিথি ও ক্লাব সদস্যরা। 

টুকেরগাওঁ আদর্শ ক্লাবের সভাপতি রাইসুল ইসলাম রাজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুকের বাজার পরিচালনা কমিটির সভাপতি ও ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মজনু মিয়া, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ, ইউপি সদস্য বিল্লাল মিয়া, ক্লাবের সাবেক সহ-সভাপতি সমাজসেবক জামাল মিয়া, সমাজসেবক মেহেদী হাসান ডালিম, টুকেরগাওঁ আদর্শ ক্লাবের সহ সভাপতি, সেলিম খন্দকার, রুমেল আহমদ, সহ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, সংস্কৃতি সম্পাদক মোর্শেদ আলম, ক্রীড়া সম্পাদক খায়রুল আমিন জয়, দপ্তর সম্পাদক রাসেল আহমদ, প্রচার সম্পাদক সোহেল রানা, কার্যকরি সদস্য ওবাইদুল ইসলাম প্রমূখ।

উদ্বোধনে ম্যাচে টুকেরগাওঁ আদর্শ ক্লাব লাল মিয়া রাইটার্স বনাম এজে ফাইটার্স অংশগ্রহণ করে। লাল মিয়া রাইটার্সের ১২৭ রানের টার্গেটে নিয়ে খেলতে নেমে এজে ফাইটার্স ৫ উইকেট হাতে রেখে জয়ী হয়েছে। 

প্রিমিয়ার লিগ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল গুলো হচ্ছে লাল মিয়া রাইটার্স, এজে ফাইটার্স, এমজে হিটার্স, জেজে টাইগার্স।

এম কে/বি এন-০৪