জৈন্তাপুরে গৌরীশংকর গ্রামের রাস্তার কালভার্ট নির্মাণ পরিদর্শন

জৈন্তাপুর প্রতিনিধি


জানুয়ারি ১২, ২০২২
০৮:১৩ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১২, ২০২২
০৮:১৩ অপরাহ্ন



জৈন্তাপুরে গৌরীশংকর গ্রামের রাস্তার কালভার্ট নির্মাণ পরিদর্শন

সিলেটের জৈন্তাপুর উপজেলার রাজবাড়ী টু গৌরীশংকর গ্রামের নব পরিকল্পিত রাস্তার কালভার্ট নির্মাণ কাজের পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

বুধবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা সদরের রাজবাড়ী টু গৌরীশংকর গ্রাম পর্যন্ত নব পরিকল্পিত রাস্তার কালভার্ট নির্মাণ কাজের পরিদর্শন করেন তিনি । গৌরীশংকর গ্রামের বাসিন্দা বাবুল মিয়া, আব্দুস শুকুর সহ এলাকাবাসী জানান, দীর্ঘ দিন হতে উপজেলা সদরের সড়কটি কাজ হচ্ছে না। এলাকার বাসিন্দাদের চলাচলের মারাত্বক অসুবিধা সৃষ্টি হচ্ছে।

বিষয়টি উপজেলা চেয়ারম্যানের দৃষ্টি আর্কষণ করা হলে তিনি জানান দ্রুত সময়ের মধ্যে রাস্তাটির উন্নয়ন কাজ শুরু করা হবে। পরবর্তীতে রাস্তাটির উপজেলা সদরের সাথে ও বাজারের সাথে জনসাধারণ দ্রুত যোগাযোগের জন্য নব পরিকল্পনা গ্রহণের মাধ্যমে রাস্তার উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। উন্নয়ন পরিকল্পনার অংশ হিসাবে রাস্তায় একটি কালভার্ট নির্মাণের মাধ্যমে উন্নয়ন প্রকল্প শুরু হয়েছে। উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ নিজেই কাজ পরিদর্শন করছেন। 

চেয়ারম্যান কামাল আহমদ বলেন, জৈন্তাপুর উপজেলা সদরে প্রবেশের জন্য শুধুমাত্র একটি রাস্তা ব্যবহার ছাড়া আর কোন বিকল্প রাস্তা নেই। সামগ্রিক দিক বিবেচনা করে উপজেলা সদরে প্রবেশ ও বাহিরের জন্য নব পরিকল্পনার মাধ্যমে রাজবাড়ী টু গৌরীশংকর গ্রামের রাস্তাটির কাজ করা হবে। কালভার্ট নির্মাণের মাধ্যমে রাস্তার কাজ শুরু করা হল দ্রুত সময়ের মধ্যে কাজ সমাপ্ত হবে। 

আর কে /বি এন-০৮