শাবি প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২২
০৯:৫৮ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১২, ২০২২
০৯:৫৮ অপরাহ্ন
শীতার্ত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উষ্ণতার পরশ ছড়িয়ে দিয়ে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কিন। প্রতিবছরের ন্যায় এবারো শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচির মাধ্যমে হাজারের অধিক শীতার্ত মানুসের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিয়েছে সংগঠনটি।
এদিকে গত নভেম্বর থেকে মাসব্যাপী শীতবস্ত্র সংগ্রহ শুরু করে কিন। এ কর্মসূচির আওতায় শাবিপ্রবির দুটি ছাত্রীহল, তিনটি ছাত্রহল, ভার্সিটি গেট, আখালিয়া, সুরমা, তপোবন, মদিনা মার্কেট-বাগবাড়ি, টিচার্স কোয়ার্টার, বিজিবি গেট-লেকসিটি, হাউজিং স্টেট এবং উপশহর এলাকার বিভিন্ন বাসাবাড়ি থেকে শীতবস্ত্র এবং অনুদান সংগ্রহ করেন কিনের স্বেচ্ছাসেবীরা। এতে সর্বমোট ১১০ বস্তা শীতবস্ত্র সংগ্রহ করে সংগঠনটি।
পরবর্তীতে সংগ্রহকৃত শীতবস্ত্রগুলো বিভিন্ন এলাকার অসহায়, শীতার্ত মানুষদের মাঝে বিতরণ শুরু করে কিন। কর্মসূচিরগুলোর মধ্যে সর্বপ্রথম সুনামগঞ্জ জেলার ছাতকের পশ্চিম মাছিমপুর, দোয়ারাবাজার সদর ও মাছিমপুর ছড়াগাঁওয়ে তিনটি গ্রামে ১৫০ পরিবারকে কম্বল এবং ৩০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরপর ডিসেম্বরে কিন স্কুলের শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও পেট্রোলিয়াম জেলি বিতরণ করে। তাছাড়া শাবিপ্রবির ক্যাম্পাস সংলগ্ন অসহায়-দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করে কিন। ক্যাম্পাসের পরবর্তীতে তারাপুর চা বাগানে ৪০টি চা-শ্রমিক পরিবারের মাঝে এবং সিলেট শহরের রেলওয়ে স্টেশন, শাহজালাল মাজার ও শহরের ফুটপাতে অবস্থানরত শীতার্ত-বাস্তুহারা মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এরই মধ্য দিয়ে কিনের ‘শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি'২১’ এর সমাপ্তি ঘটে।
কিনের পাঁচটি উইংসের মধ্যে অন্যতম একটি হচ্ছে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি। যার প্রধান উদ্দেশ্য অসহায়, সুবিধাবঞ্চিত, শীতার্ত মানুষের শীতের কষ্ট লাঘব করা। সেই লক্ষ্যে কিন প্রতি বছরই শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচির আয়োজন করে থাকে। সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে আত্মীয়ের মতো বরাবরই বদ্ধপরিকর কিন।
এ বিষয়ে কিনের সভাপতি ইফরাতুল হাসান রাহিম বলেন, আমরা চেষ্টা করি সাধারণ মানুষের মতো অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষরাও শীতকে উপভোগ করুক। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হোক তাই আমাদের এ সামান্য প্রয়াস। এই দীর্ঘ পথচলায় কিনের সকল সাধারণ সদস্য ও শুভাকাঙ্খীসহ যারা সর্বদা কিনের পাশে থেকেছেন, সাহস যুগিয়েছেন, পথ দেখিয়েছেন তাদের সবাইকে কিনের পক্ষ থেকে ভালোবাসা ও শুভ কামনা জানাই। সামনের দিনগুলোতেও সবাই কিনের পাশে থাকবেন, পথ দেখাবেন এটাই প্রত্যাশা।
এইচ এন/বি এন-১০