নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৩, ২০২২
০৩:১৪ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৩, ২০২২
০৩:১৫ পূর্বাহ্ন
সিলেটের সুরমা নদীতে ধরা পড়েছে ১২০ কেজি ওজনের বিশাল একটি বাঘাইড় মাছ।
আজ বুধবার (১২ জানুয়ারি) এ মাছটি বিক্রির জন্য নগরের লালবাজারে নিয়ে আসেন এক বিক্রেতা।
বিশাল আকারের এ মাছের দাম হাঁকা হয়েছে দেড় লাখ টাকা। তবে আজ সন্ধ্যা পর্যন্ত এটি বিক্রি করা যায়নি।
বিক্রি না হলেও মাছটি দেখতে লালবাজারে ভিড় জমাচ্ছেন কৌতুহলী জনতা। অনেকে মাছের সঙ্গে সেলফিও তুলছেন।
এর আগে আজ সকালে বিশাল আকৃতির মাছটি বিক্রির জন্য লালবাজারে নিয়ে আসেন বিক্রেতা মো. বেলাল মিয়া। তিনি বলেন, ‘রাতের মধ্যে মাছ বিক্রি না হলে আগামীকাল বৃহস্পতিবার মাছটি কেটে টুকরো করে বিক্রি করা হবে। ’ তিনি আরও বলেন, ‘কেটে বিক্রি করলে কেজি প্রতি দাম পড়বে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা।
বেলাল মিয়া জানান, ‘মাছটি গতকাল রাতে সুরমা নদীতে এক জেলের জালে ধরা পড়ে। এরপর তিনি জেলের কাছ থেকে মাছটি ৮৫ হাজার টাকায় কিনে নেন।
এএফ/০২