গোয়াইনঘাটে ব্ল‌্যাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনী ও পুরষ্কার বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি


জানুয়ারি ১৩, ২০২২
০৫:০৮ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৩, ২০২২
০৫:০৮ পূর্বাহ্ন



গোয়াইনঘাটে ব্ল‌্যাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনী ও পুরষ্কার বিতরণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেনারী হাসপাতাল এর আয়োজনে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ছাগল প্রদর্শনী, ছাগলের খাদ্য ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী প্রাণি সম্পদ ও ভেটেনারী হাসপাতাল অফিস প্রাঙ্গণে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল খানের সভাপতিত্বে ও সঞ্চালনায় ব্ল‌্যাক বেঙ্গল ছাগল প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ। 

এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা, পূর্ব আলীরগাঁও ইউপি প্রশাসক সফিকুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প ২০২২ এর বর্ণাঢ্য র‍্যালি ও অনুষ্ঠান শেষে খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরসি-২০