গোলাপগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২২
০৫:৪০ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৩, ২০২২
০৫:৪০ পূর্বাহ্ন
সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। যাতে স্বাধীনতার বিরোধীরা তাদের বিভ্রান্ত করতে না পারে।
বুধবার (১২ জানুয়ারি) বিকেল ৪টায় গোলাপগঞ্জ উপজেলার মুক্তিযুদ্ধ কমপ্লেক্স এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি।
নুরুল ইসলাম নাহিদ বলেন, বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি, তাদের সন্তানদের চাকুরী সহ বিভিন্ন সুযোগ সুবিধা আওয়ামী লীগ সরকার নিশ্চিত করেছে। মুক্তিযুদ্ধের কমপ্লেক্সে নিমিত হলে নতুন প্রজন্ম এখানে এসে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে।
মুক্তিযুদ্ধের কমপ্লেক্সের ভিত্তি অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের সরকার। শেখ হাসিনা ক্ষমতায় থাকায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স নির্মাণ করা সম্ভব হচ্ছে । তিনি বলেন, বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য সহ সকল ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে । এই উন্নয়নের কথা সাধারণ মানুষের নিকট পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, জেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমান , বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিশ্বজিত দাস, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) হারুনুর রশিদ চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা পারভেজ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাছিন আহমদ মিন্টু, কাউন্সিলর রুহিন আহমদ খান, শীলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ, সোনা মিয়া, আবদুল মুহিত, চন্দন শুকলা, আবদুল খালিক, আকমল আলী, আব্দুল মুতলিব, ছায়েদ আলী, গোলাম মুহাম্মাদ, মাতাব উদ্দিন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক নাজিমুল হক লস্কর, প্রচার সম্পাদক আলিম উদ্দিন বাবলু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কাশেম সেবুল, কামাল উদ্দিন, আজমল হোসেন মনি, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, শীলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির পরিচালনা কমিটির সভাপতি তৌফিক আহমদ চৌধুরী, সহ-সভাপতি আব্দুল গফ্ফার কুটি, সদস্য আব্দুল জব্বার, শিক্ষক ফারজানা আক্তার চৌধুরী, সেলিনা বেগম, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম আলী, ইউপি সদস্য তারেক আহমদ, জেলা মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডের সভাপতি মনজিল আহমদ, সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।
আরসি-০৪