ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২২
০৬:১৩ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৩, ২০২২
০৬:১৩ পূর্বাহ্ন
ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম চৌধুরীর (জিয়া খালেদ) ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনলাইন প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক আহমদ রাজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুসার পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাংবাদিক এসএম মামুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির প্রচার সম্পাদক ছালেহ আহমদ ডালিম, ফেঞ্চুগঞ্জ বার্তার বার্তা সম্পাদক ও দৈনিক সিলেট মিরর ফেঞ্চুগঞ্চ প্রতিনিধি শহিদ আহমদ জুলহান চৌধুরী, টাইম্স সিলেটের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি আবুল ফয়েজ খান কামাল।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুগভেরী ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আর কে দাস চয়ন, বালাগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক তারেক আহমদ, দৈনিক সন্ধ্যাবানীর ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি শামস উদ্দিন আহমদ, সাংবাদিক বাবুল হোসেন,কুশিয়ার টিভির প্রতিনিধি দুলাল আহমদ, সাংবাদিক ফয়জুল হাসান ফারহান, সমাজকর্মী ফখরুল ইসলাম চৌধুরী, তৈয়াব মিয়া, ছাত্রলীগ নেতা নাহিদ সুলতান পাশা, সেজু মিয়া প্রমুখ।
বক্তারা সাংবাদিক জিয়া খালেদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।
আরসি-০৭