মৌলভীবাজার প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২২
০৬:০২ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৩, ২০২২
০৬:০২ পূর্বাহ্ন
মৌলভীবাজারে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় মৌলভীবাজার জেলার জনসাধারণের জন্য প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ স্বাস্থ্য সুরক্ষার উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহষ্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে রেড ক্রিসেন্ট কার্যালয় সামনে জেলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে উপকরণ গুলো বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিজবাউর রহমান, জেলা পরিষদের সদস্য আহসান আহমেদ জাবেদ, জেলা পরিষদের সদস্য সৈয়দা জেরিন আক্তার প্রমুখ।
জেলা পরিষদের চেয়ারম্যান মিজবাউর রহমান বলেন, করোনার নতুন ধরন ওমিক্রন থেকে মানুষকে রক্ষা করার জন্য আমাদের সচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে। তারি ধারাবাহিকতায় আজকের এই সুরক্ষা সামগ্রী বিতরণ। আমরা চাই মৌলভীবাজারের মানুষ ভালো থাকুক, সারা বাংলাদেশের মানুষ ভালো থাকুক।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, সর্বস্তরের মানুষ যেকোনো সরকারি বেসরকারি সুযোগ-সুবিধা পেতে হলে সবসময় মাস্ক ব্যবহার করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এস এইচ/বি এন-০৪