মৌলভীবাজার প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২২
০৬:০৯ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৩, ২০২২
০৬:০৯ পূর্বাহ্ন
মৌলভীবাজার শহরের কাশীনাথ আলাউদ্দীন হাইস্কুল এন্ড কলেজ মাঠে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত দীর্ঘ এক মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার সমাপ্তি হয়েছে।
বুধবার (১২ জানুয়ারি) রাত ১১ টায় মাস ব্যাপী পুনাক শিল্প ও বাণিজ্য মেলার সমাপ্তি উপলক্ষে মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক সন্ধ্যা ও র্যাফেল ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় প্রবেশ টিকিটের উপর র্যাফেল ড্র করে তিনটি মোটরসাইকেল, ফ্রিজ, ওয়াশিং মেশিনসহ মোট ৫১ টি পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
বিশেষ অতিথি ছিলেন- জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম ও জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোহাম্মদ আবু তাহের।
এবারের মেলায় স্টলগুলোতে বিভিন্ন ব্রান্ডের তৈরি পোষাক, কসমেটিকস, জুয়েলারি, হোম মেইড ফুড, নিত্য প্রয়োজনীয় তৈজসপত্রসহ বিভিন্ন পণ্যের সমাহার দেখা যায়।
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর ২০২১ মৌলভীবাজার জেলা পুনাক সভানেত্রী সামিনা সুলতানা পুনাক মেলার উদ্বোধন করেছিলেন।
এস এইচ/বি এন-০৫