ওসমানীনগরে ৯ জনের প্রার্থীতা প্রত্যাহার

ওসমানীনগর প্রতিনিধি


জানুয়ারি ১৪, ২০২২
০৫:৪২ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৪, ২০২২
০৫:৪২ পূর্বাহ্ন



ওসমানীনগরে ৯ জনের প্রার্থীতা প্রত্যাহার

ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সিলেটের ওসমানীনগর উপজেলায় ৯ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এদের মধ্যে  চেয়ারম্যান প্রার্থী ৪জন এবং সাধারণ সদস্য প্রার্থী ৫জন। 

রাত পৌণে ৯টায় নির্বাচন অফিস কর্মকর্তা মো. আবু লায়েশ দুলাল বলেন, আজ ১৩ জানুয়ারী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে গোয়ালাবাজার ইউনিয়নে আব্দুস শাহিদ শেখ, বুরুঙ্গাবাজার ইউনিয়নে সাজ্জাদুর রহমান ও বর্তমান চেয়ারম্যান এমজি গোলাম রসুল আব্দুল খালেক এবং দয়ামীর ইউনিয়নে আবু আলা জুবায়ের আহমদ শাহীন মনোনয়ন প্রত্যাহার করেন। 

প্রসঙ্গত গত ৩ জানুয়ারী উপজেলার ৮ইউনিয়নে চেয়ারম্যান,সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে ৪শ ৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

ইউডি-০১/এএফ-০১