জৈন্তাপুর প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২২
০৭:৫৪ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১৫, ২০২২
০৭:৫৪ অপরাহ্ন
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জৈন্তাপুর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জৈন্তাপুর শাখার আয়োজনে নিজপাট কালীবাড়ী প্রাঙ্গনে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে নিপেন্দ্র কুমার দাশের সভাপতিত্বে ও দুলাল চন্দ্র দেব’র সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রঞ্জন ঘোষ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সদস্য লাল মোহন দেব, জৈন্তাপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুখময় বিশ্বাস যাদব, সাধারণ সম্পাদক সুলাল চৌধুরী।
এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়ন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দরা।
বক্তরা বলেন, আমরা সর্বদাই বলে আসছি “ধর্ম যার যার, উৎসব সবার” এই শ্লোগানকে সামনে রেখে সকল ধর্মালম্বীদের সাথে সমন্বয়য়ের আন্তরিকতা ভালবাসার মাধ্যমে আমাদের পূজা অর্চনা সহ ধর্মীয় কাজ অতীতের ন্যায় জৈন্তাপুর উপজেলায় শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছি। সেক্ষেত্রে আগামী দিন গুলোতে আন্তরিকতা ভালবাসা অক্ষুন্ন রেখে আমাদের কার্যক্রম গতিশীল করতে উপজেলা কমিটি গঠন করা হবে।
বক্তারা সেই কমিটির নেতৃত্বে কাজ যাওয়ার আহবান জানান।
আর কে/বি এন-০৪