জৈন্তাপুর প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২২
০৩:২০ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৬, ২০২২
০৩:২০ পূর্বাহ্ন
জৈন্তাপুরে রাস্তা বর্ধিত করণ কাজে নিজ হতে জায়গা ছেড়ে দিয়ে জৈন্তাপুরে দৃষ্টান্ত স্থাপন করলেন সাবেক জৈন্তাপুর ইউনিয়নের সদস্য মো. শাহজাহান মিযা ৷
জৈন্তাপুর উপজেলা হতে ষ্টেশন পর্যন্ত রাস্তা বর্ধিত করনের জন্য উপজেলা প্রশাসন কাজ শুরু করে ৷ তারই ধারাবাহিকতায় পুকুরপার এলাকায় শেষ অংশ জায়গা না থাকায় রাস্তা ছোট হয়ে যায় ৷
চেয়ারম্যান সাহেব জায়গার মালিকের নিকট অনুরোধ জানালে জায়গার মালিক সাবেক জৈন্তাপুর ইউপি'র ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহজান মিয়া নিজ হাতে বেড়া অপসারন করে রাস্তা বর্ধিত কাজে উপজেলা চেয়ারম্যান কামাল আহমদকে সহযোগিতা করেন ৷
শাহজাহান মেম্বার বলেন, জনসাধারনের চলাচলের সুবির্ধার্থে জায়গাটুকু ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিয়েছি ৷ জৈন্তাপুর উপজেলা সদরের একমাত্র জন গুরুত্বপূর্ণ সড়কটি বর্ধিত করার কারনে বাজারের আগত জনসাধারণ, ব্যবসায়ী, সরকারী আফিস আদালত এবং মেডিকেলে রোগীরা যাতায়াতে ভোগান্তির লাগব হবে ৷ আমি আশাকরি রাস্তা বর্ধিতকরণে সকল ব্যবসায়ীরা তাদের প্রতিষ্টানের সম্মুখের অংশ নিজেদের ইচ্ছায় জনস্বার্থে ছেড়ে দিবেন, এটা আমার বিশ্বাস ৷ আমি একজন জনপ্রতিনিধি হিসাবে জনস্বার্থে উন্নয়ন কাজে নিজ হতে জনগণের পাশে দাঁড়াব৷
উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেন, সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান মিয়া রাস্তা বর্ধিত কাজের জন্য নিজে হাতে বেড়া সরিয়ে নিয়ে যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তা অভাবনীয় ৷ যদি তিনি বর্তমানে ইউপি সদস্য নন তবুও তিনি এই সমাজের একজন সত্যিকারের সমাজ সেবক ৷ আমি তার দীর্ঘায়ু কামনা করি৷
আরসি-০৮