সড়ক প্রশস্তের জন্য জায়গা দিলেন জৈন্তাপুরের সাবেক ইউপি সদস্য

জৈন্তাপুর প্রতিনিধি


জানুয়ারি ১৬, ২০২২
০৩:২০ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৬, ২০২২
০৩:২০ পূর্বাহ্ন



সড়ক প্রশস্তের জন্য জায়গা দিলেন জৈন্তাপুরের সাবেক ইউপি সদস্য

জৈন্তাপুরে রাস্তা বর্ধিত করণ কাজে নিজ হতে জায়গা ছেড়ে দিয়ে জৈন্তাপুরে দৃষ্টান্ত স্থাপন করলেন সাবেক জৈন্তাপুর ইউনিয়নের সদস্য মো. শাহজাহান মিযা ৷ 

জৈন্তাপুর উপজেলা হতে ষ্টেশন পর্যন্ত রাস্তা বর্ধিত করনের জন্য উপজেলা প্রশাসন কাজ শুরু করে ৷ তারই ধারাবাহিকতায় পুকুরপার এলাকায় শেষ অংশ জায়গা না থাকায় রাস্তা ছোট হয়ে যায় ৷

চেয়ারম্যান সাহেব জায়গার মালিকের নিকট অনুরোধ জানালে জায়গার মালিক সাবেক জৈন্তাপুর ইউপি'র ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহজান মিয়া নিজ হাতে বেড়া অপসারন করে রাস্তা বর্ধিত কাজে উপজেলা চেয়ারম্যান কামাল আহমদকে সহযোগিতা করেন ৷

শাহজাহান মেম্বার বলেন, জনসাধারনের চলাচলের সুবির্ধার্থে জায়গাটুকু ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিয়েছি ৷ জৈন্তাপুর উপজেলা সদরের একমাত্র জন গুরুত্বপূর্ণ সড়কটি বর্ধিত করার কারনে বাজারের আগত জনসাধারণ, ব্যবসায়ী, সরকারী আফিস আদালত এবং মেডিকেলে রোগীরা যাতায়াতে ভোগান্তির লাগব হবে ৷ আমি আশাকরি রাস্তা বর্ধিতকরণে সকল ব্যবসায়ীরা তাদের প্রতিষ্টানের সম্মুখের অংশ নিজেদের ইচ্ছায় জনস্বার্থে ছেড়ে দিবেন, এটা আমার বিশ্বাস ৷ আমি একজন জনপ্রতিনিধি হিসাবে জনস্বার্থে উন্নয়ন কাজে নিজ হতে জনগণের পাশে দাঁড়াব৷

উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেন, সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান মিয়া রাস্তা বর্ধিত কাজের জন্য নিজে হাতে বেড়া সরিয়ে নিয়ে যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তা অভাবনীয় ৷ যদি তিনি বর্তমানে ইউপি সদস্য নন তবুও তিনি এই সমাজের একজন সত্যিকারের সমাজ সেবক ৷ আমি তার দীর্ঘায়ু কামনা করি৷

আরসি-০৮