সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২২
০১:৪৮ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৭, ২০২২
০১:৪৮ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট, সিলেট জেলা।
আজ রবিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বামজোটের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিন্দা জানানো হয়।
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক ও ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সিলেট জেলার সভাপতি কমরেড সিরাজ আহমদ, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল হাছান, বাসদ জেলা সমন্বয়ক কমরেড আবু জাফর এই নিন্দা জানান।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, ‘শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ন্যায্য দাবি-দাওয়ার আন্দোলনে পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানাই আমরা। ক্যাম্পাসে যেভাবে গুলি, টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে তাতে আমরা হতভম্ব হয়েছি। অবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে এই পুলিশি হামলার বিচার করতে হবে।’
আরসি-১৭