শাবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

শাবিপ্রবি প্রতিনিধি


জানুয়ারি ১৭, ২০২২
০২:১৮ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৭, ২০২২
০২:৪৬ পূর্বাহ্ন



শাবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

জরুরি সিন্ডিকেট সভা শেষে আজ রবিবার (১৬ জানুয়ারি) রাতে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ এ কথা জানিয়েছেন।

শিক্ষার্থীদের সোমবার (জানুয়ারি) দুপুর ১২টার মধ্যে হল ছেড়ে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। তিন দফা দাবিতে শিক্ষার্থীরা এই আন্দোলন করছিল। 

উপাচার্য ফরিদ উদ্দিন জানান, যার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন সেই প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ লিজা পদত্যাগ করেছেন। তার পরিবর্তে বেগম সিরাজুন্নেসা হলের দায়িত্ব দেওয়া হয়েছে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজিয়া চৌধুরীকে।

বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও প্রশাসনিক সব কার্যক্রম চলবে বলে জানান উপাচার্য।

আরসি-২০