শাবিপ্রবিতে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ১৭, ২০২২
০২:২৯ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৭, ২০২২
০৩:০৩ পূর্বাহ্ন



শাবিপ্রবিতে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের ‘সন্ত্রাসী’দের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট সিলেট জেলা। 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদিয়া নোশিন তাসনিমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সহ সভাপতি নরোত্তম দাস, এমসি কলেজ সংসদের সভাপতি পংকজ চাক্রবর্তী জয় প্রমুখ।

আজ রবিবার (১৬ জানুয়ারি) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশ শেষে একটি মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা শাবিপ্রবি'র আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে হামলায় জড়িতদের বিচারের দাবি করেন তাঁরা।

বক্তারা তিন দফা দাবিতে আন্দোলনরত শাবিপ্রবির শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ারও দাবি জানান। 


এএফ/০৩