প্রভোস্টের পদত্যাগ, সিরাজুন্নেসা হলের দায়িত্বে ড. নাজিয়া

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ১৭, ২০২২
০৩:৪৭ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৭, ২০২২
০৩:৪৭ পূর্বাহ্ন



প্রভোস্টের পদত্যাগ, সিরাজুন্নেসা হলের দায়িত্বে ড. নাজিয়া

বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট (প্রাধ্যক্ষ) জাফরিন আহমেদ (লিজা) পদত্যাগ করেছেন। তাঁর জায়গায় নতুন প্রাধ্যক্ষ হিসেবে অধ্যাপক নাজিয়া চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরর উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাধ্যক্ষ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। আমরা তার পদত্যাগপত্র পেয়েছি। তার জায়গায় নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরীকে।

আরসি-২৪