বুস্টার ডোজ দিয়েও করোনা আক্রান্ত প্রবীন রাজনীতিবীদ বেদানন্দ ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ১৭, ২০২২
০৫:৪৭ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৭, ২০২২
০৫:৫১ অপরাহ্ন



বুস্টার ডোজ দিয়েও করোনা আক্রান্ত প্রবীন রাজনীতিবীদ বেদানন্দ ভট্টাচার্য

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাবেক সভাপতি ও প্রবীন রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য।

তিনি সম্প্রতি করোনা টিকার বুস্টার ডোজও গ্রহণ করেছিলেন। 

আজ সোমবার (১৭ জানুয়ারি) সকালে তিনি বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন।

বর্তমানে  তিনি বাসায় আইসোলেশনে আছেন জানিয়ে বলেন, 'শারিরীক কোনো সমস্যা নেই। তবে হাল্কা জ্বর আছে।'

এনএইচ/আরসি-১০