ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা, প্রশাসনিক ভবনে তালা দিলো শিক্ষার্থীরা

শাবিপ্রবি প্রতিনিধি


জানুয়ারি ১৭, ২০২২
০৯:২৯ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৭, ২০২২
০৯:৩৭ অপরাহ্ন



ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা, প্রশাসনিক ভবনে তালা দিলো শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ চেয়ে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণার পর সকল প্রশাসনিক ভবন এবং একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুর পৌঁনে ৩টা দিকে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এতে প্রশাসনিক ভবন-১, প্রশাসনিক ভবন-২, একাডেমিক ভবন বি, একাডেমিক ভবন ডি’তে তালা দেওয়া হয়। এর আগে প্রথম ছাত্রীহল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল, ছেলেদের বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান হল এবং সৈয়দ মুজতবা আলী হলে তালা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

দুপুরে এক ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, যেকোন পরিস্থিতিতে আমরা হল ও ক্যাম্পাস ছাড়বো না। যতক্ষণ না স্বৈরচার উপাচার্য পদত্যাগ করতেছে ততক্ষণ পর্যন্ত আন্দোলনের মাঠে থাকবে বলে জানান। পাশাপাশি ভিসির পদত্যাগের জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ে আচ্যার্য মো. আব্দুল হামিদ বরাবর স্মারক লিপি দিবেন বলে জানিয়েছেন তারা। এছাড়া বর্তমানে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এদিকে উপাচার্যের পাশাপাশি প্রক্টর ড. আলমগীর কবীর, ছাত্র উপ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের পদত্যাগ চেয়েছেন শিক্ষার্থীরা। 

এইচএন/আরসি-১৪