শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আমরা স্তম্ভিত: শাবি শিক্ষক সমিতি

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ১৭, ২০২২
১০:৩৮ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৭, ২০২২
১১:২০ অপরাহ্ন



শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আমরা স্তম্ভিত: শাবি শিক্ষক সমিতি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের হামলায় বিবৃতি দিয়েছে শাবি শিক্ষক সমিতি।

বিবৃতিতে তারা বলেছেন, ‘রবিবার(১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ে যেসব ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তাতে শাবি শিক্ষক সমিতি স্তম্ভিত, মর্মাহত এবং লজ্জিত। নারকীয় এ ঘটনার সাথে সংশ্লিষ্ট সবাইকে চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে শাবি শিক্ষক সমিতি।’

আজ সোমবার (১৭ জানুয়ারি) বিকালে 'শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মুহিবুল আলম স্বাক্ষরিত বিবৃতিতে এ সব কথা বলা হয়েছে।

এ ছাড়া শিক্ষার্থী ও শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় পরিবারের যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। একইসঙ্গে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য সকলের সহযোগিতা কামনা করে শিক্ষক সমিতি।

এইচএন/আরসি-১৬