@Framework : Laravel 6 (IT Factory Admin) @Developer : Faysal Younus Daily Sylhet Mirror | শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস সিলেটের আ.লীগ নেতাদের
শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস সিলেটের আ.লীগ নেতাদের

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ১৮, ২০২২
০২:০০ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৮, ২০২২
০৩:১৯ অপরাহ্নশিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস সিলেটের আ.লীগ নেতাদের

শালহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন সিলেটের আওয়ামী লীগ নেতৃবৃন্দ। শিক্ষার্থীরা যেন সন্তুষ্ট হন, এমন সিদ্ধান্ত নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন তারা।

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) শাবিপ্রবির গোল চত্মরে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়ে তাদের এমন আশ্বাস দেন স্থানীয় ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমেদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিলেট সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াসুর রহমানসহ আরও অনেকে।

শফিউল আলম নাদেল বলেন, ‘শিক্ষামন্ত্রীর নির্দেশে আমি আজকে ঢাকা থেকে এসেছি। আমাদের দল ও সরকার আপনাদের পাশে আছে। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে এই সংকট থেকে বের হয়ে আসার একটি পথ খুঁজে বের করার চেষ্টা করব।’

তিনি বলেন, ‘আমি আপনাদের দাবির প্রতি একমত। আপনাদের প্রাথমিক দাবিগুলো যাতে দ্রুত বাস্তবায়ন হয় সে চেষ্টা করব। তবে আমাদের একটু সময় দিতে হবে। যাতে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরে আসে সে চেষ্টা চালাব।

‘তবে আমি শুধু আজকে এটুকু বলতে চাই, আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকব। আপনাদের আন্দোলনে যাতে কোনো সুযোগসন্ধানী গোষ্ঠী ঢুকে না পড়ে সে ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে।’

মহানগর আওয়ামী লীগের নেতা জাকির হোসেন বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ক্যাম্পাস থেকে এরই মধ্যে অতিরিক্ত পুলিশসহ সাঁজোয়া যান সরিয়ে নেওয়া হয়েছে। আপনারা যাতে সন্তোষজনক সমাধান পান আমরা সে চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় বন্ধ বা অবরুদ্ধ রাখার জন্য নয়। এখানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে।’

পরে আওয়ামী লীগ নেতৃবৃন্দ শাবিপ্রবি উপাচার্যের সঙ্গে বৈঠকে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠক চলছিল। 

আরসি-০৯