শাবিপ্রবি প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২২
১২:৩৮ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৯, ২০২২
১২:৪৫ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনার প্রস্তাব দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির নেতারা। তবে তাদের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, তাদের আন্দোলনে যারা সংহতি প্রকাশ করবেন কেবল তাদের সঙ্গেই আলোচনা করবেন তারা। এদিকে, শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের দায়েরকৃত মামলা প্রত্যাহারে রাত ১০টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তারা।
আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস ও সাধারণ সম্পাদক অধ্যাপক মুহিবুল আলমের নেতৃত্বে শিক্ষক সমিতির কয়েকজন নেতা উপাচার্য কার্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় আসেন।
দুপুর থেকেই উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। শিক্ষক নেতারা সেখানে এসে শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে তাদের সাথে আলোচনার প্রস্তাব দেন। তবে শিক্ষার্থীরা তাদের প্রস্তাব ফিরিয়ে দেন। এরপর সেখান থেকে চলে যান শিক্ষক নেতারা।
আন্দোলনকারী শিক্ষার্থী জাহিদুল ইসলাম অপূর্ব বলেন, আমাদের উপর হামলা হয়েছে। গুলি করা হয়েছ। এখন আমাদের সাথে কীসের আলোচনা। এখন উপাচার্য পদত্যাগের ঘোষণা দেবেন- এটিই আমরা চাই।
তিনি বলেন, কেউ আলোচনা করতে চাইলে আগে আমাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করতে হবে।
শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব নিয়ে আসার আগে দুপুরে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের সাথে তার বাসভবনে গিয়ে দেখা করেন শিক্ষক সমিতির সভাপতি তুলসী কুমার দাস।
উপাচার্য কার্যালয় থেকে বেরিয়ে তিনি বলেন, আলোচনার মাধ্যমে সবকিছুর সমাধান সম্ভব। আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে চাই। এভাবেই এই সমস্যার সমাধান সম্ভব হবে।
তিনি শিক্ষার্থীরা আলোচনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি ড. তুলসী কুমার দাস।
আরসি-১৫