গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মুরাদ, সম্পাদক উজ্জ্বল

গোলাপগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ১৯, ২০২২
০১:০৮ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৯, ২০২২
০১:১২ পূর্বাহ্ন



গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মুরাদ, সম্পাদক উজ্জ্বল

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেল ৩ টায় অনুষ্ঠিত কাউন্সিলে উপজেলা বিএনপির নতুন কমিটি গঠিত হয়েছে।

কমিটিতে নুমান উদ্দিন মুরাদ সভাপতি ও মনিরুজ্জামান উজ্জ্বল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

কাউন্সিলের আগে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।

তিনি বলেন, সিলেট জেলা বিএনপি শক্তিশালী ও সুসংগঠিত করতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি কাজ করে যাচ্ছে। করোনা মহামারীর এই কঠিন সময়েও আমাদের দল পূর্ণগঠন কার্যক্রম চলমান রয়েছে । সকলের সম্মিলিত প্রচেষ্টায় তৃণমূল বিএনপিকে শক্তিশালী করতে ইউনিয়ন পর্যায়ে কাউন্সিলের আয়োজন করা হয়েছে । এর ফলে তৃণমূল নেতাকর্মীরাই তাদের নেতা নির্বাচন করছেন। দ্রুততম সময়ের মধ্যে জেলা বিএনপির কাউন্সিল আয়োজনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে । সবার সম্মিলিত প্রচেষ্টায় আওয়ামী ফ্যাসিবাদী শাসনকে রুখে দেওয়া সম্ভব হবে। 


উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল গফুরের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আব্দুল কাইয়ুম চৌধুরী , একাদশ জাতীয় সংসদে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি নেতা  ফয়সল আহমদ চৌধুরী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক সামিয়া বেগম চৌধুরী, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম ও শামীম আহমদ, জেলা বিএনপি নেতা কামরুল হাসান শাহীন, জেলার সাবেক সহ-কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আহমদ রেজা, সাবেক সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান মহি, সিনিয়র সহ-সভাপতি আবাদুল খালিক, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল ইসলাম আজিজ, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পলিনা রহমান, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজ উস সামাদ চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা কুহিনুর আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার হোসেন চৌধুরী, দেওয়ান মজিদ রাজা, রায়হান আহমদ  আলী আহমদ আলম, বিএনপি নেতা শিপু আহমদ, সুহেদুল ইসলাম সুহেদ, উপজেলা যুবদলের আহবায়ক মামুন আহমদ রিপন, সদস্য সচিব সালাহউদ্দিন আহমদ, যুগ্ম আহবায়ক বাছিতুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব আবদুল আজিজ মুন্না, যুগ্ম আহবায়ক কামাল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, মদন মোহন কলেজ  ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহান আহমদ খান প্রমুখ।

এদিকে কাউন্সিলে ভোটের মাধ্যমে সভাপতি পদে নুমান উদ্দিন মুরাদ, সিনিয়র সহ-সভাপতি পদে হেলালুজ্জামান হেলাল, সাধারণ সম্পাদক পদে মনিরুজ্জামান উজ্জ্বল, যুগ্ম সম্পাদক আমিন উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম নির্বাচিত হন।

এফএম/আরসি-১৬