নবগঠিত কমিটিকে ফয়সল চৌধুরীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ১৯, ২০২২
০৩:২৩ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৯, ২০২২
০৩:২৩ পূর্বাহ্ন



নবগঠিত কমিটিকে ফয়সল চৌধুরীর অভিনন্দন

গোলাপগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী ও সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী। 

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে এই অভিনন্দন জানান তিনি। 

অভিনন্দন বার্তায় তিনি বলেন, দেশ এখন এক কঠিন দুঃসময় পার করছে। দলের চেয়ারপারসনকে চিকিৎসা নেওয়ার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। মানুষের কাছ থেকে কথা বলার অধিকার।  গণতন্ত্রকে হত্যা করে স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছে সরকার। এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে দলীয় ঐক্যের প্রয়োজন। আমি বিশ্বাস করি গোলাপগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত এই কমিটি ঐক্য গড়ে তুলতে ভূমিকা রাখবে। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠায় তৃণমূল থেকে আন্দোলন গড়ে তুলতে হবে।

উল্লেখ্য, আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে ভোটের মাধ্যমে সভাপতি পদে নুমান উদ্দিন মুরাদ, সিনিয়র সহ-সভাপতি পদে হেলালুজ্জামান হেলাল, সাধারণ সম্পাদক পদে মনিরুজ্জামান উজ্জ্বল, যুগ্ম সম্পাদক আমিন উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম নির্বাচিত হন।

আরসি-২৬