আমরণ অনশনের ঘোষণা দিলেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

শাবিপ্রবি প্রতিনিধি


জানুয়ারি ১৯, ২০২২
০৫:৪৭ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৯, ২০২২
০৬:৪৫ পূর্বাহ্ন



আমরণ অনশনের ঘোষণা দিলেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগের জন্য আজ বুধবার (১৯ জানুয়ারি) বেলা ১২টা পর্যন্ত সময় বেধে দিয়েছেন শিক্ষার্থীরা। স্বেচ্ছায় পদত্যাগ না করলে আমরণ অনশনে যাবেন বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন বলেন, আজ বুধবার বেলা ১২টার মধ্যে শাবিপ্রবির উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ না করলে এর পর থেকেই আমরণ অনশন শুরু হবে।

তিনি আরও বলেন, প্রক্টর ড. আলমগীর কবীর, ছাত্র উপদেশ ও নির্দেষনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ পদত্যাগ করতে হবে।  এছাড়া অজ্ঞাতনামা ৩০০ জন শিক্ষার্থীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে।

এই আন্দোলন নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘গুজবে যেন কেউ বিভ্রান্ত না হয় এই আহ্বান জানাই।’

এইচএন/আরসি-০১