শাবিপ্রবি প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২২
০৫:৫৭ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৯, ২০২২
০৫:৫৭ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের উপর পুলিশ দিয়ে হামলা করায় ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিনের পদত্যাগ দাবি করেছে কক্সবাজারে বিভিন্ন পেশায় কর্মরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের ডলফিন মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি তোলা হয় বলে সাবেক শিক্ষার্থীদের থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মানববন্ধন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী অনীক ধর বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশকে নির্বিচার লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও গুলি ছোড়ার নির্দেশ প্রদান করে ভিসি অভিভাবকত্বের মর্যাদা হারিয়েছেন। তাঁর এই ঘৃণ্য কর্মকান্ড অতীতের যে কোনো বর্বরতাকে হার মানিয়েছে। অবিলম্বে হামলার দায় স্বীকার করে ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নির্মাণে ব্যর্থতার দায় নিয়ে বর্তমান ভিসি অধ্যাপক ফরিদ উদ্দীনকে পদত্যাগ করতে হবে।
মানবনন্ধনে সাবেক শিক্ষার্থীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও শাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অঞ্জন রায়, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোনালী বিশ্বাস, নাঈম, তাওহিদা আফরোজ কবির, মাহফুজুল ইসলাম, আতিকুর রহমান, শুভ রায়, শার্মিলা আক্তার শিফা, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের নুর-ই জান্নাত নিতু, সমাজ বিজ্ঞান বিভাগের ইসরাত জাহান, জান্নাতুল তাজরিন, সাবিকুন নাহার মিতু, ভুগোল ও পরিবেশ বিভাগের টুনি আহমেদ, পরিসংখ্যান বিভাগের মো. নাইম হাসান, সুমি তামবুলি, আহাদুর রহমান, রাবেয়া আনিম আশা, সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তরুণ দেব নাথ, রাবেয়া খাতুন, বিজয় চন্দ জনি, মাহমুদুল হাসান সজীব, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের মেহেদী ইমরোজ, ফরেস্ট্রী এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ইলিয়াস মাহমুদ পলাশ, মেহেদী হাসান লিমন, ব্যবসায় প্রশাসন বিভাগের আজমিনা আফরিন, সৈকত শর্মা, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের আফতাবুল আলম আলমানসহ অন্যান্য শিক্ষার্থীরা।
আরসি-০২