শাবিপ্রবি প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২২
০২:২০ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২১, ২০২২
০২:২৯ পূর্বাহ্ন
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগে আমরণ অনশনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হয়েছেন। এরমধ্যে অনশনরত অবস্থায় ১ জন রাগিব বারেয়া এবং ৫ জন এম এ জি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টা পযন্ত এই ৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।
এদিকে অনশনরত মেডিকেলে ভর্তি কাজল দাস বলেন, আমি যতদিন এ ভিসি পদত্যাগ করবে না ততদিন আমৃত্যু অনশন করে যাবো। অনশন ভাঙ্গবো না।
জানা যায়, বুধবার (১৯ জানুয়ারি) বেলা ৩টা থেকে এ কর্মসূচি করেন শিক্ষার্থীরা। এতে ২৪জন শিক্ষার্থী এ অনশনে অংশ নেন। তারমধ্যে ১৫ জন ছেলে এবং ৯ জন মেয়ে রয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ১ জন পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে বাড়িতে চলে গেছেন।
আরসি-২৩