শ্রীমঙ্গলে স্কুল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সহপাঠীদের মানববন্ধন

শ্রীমঙ্গল প্রতিনিধি


জানুয়ারি ২১, ২০২২
০৩:১০ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২১, ২০২২
০৩:১০ পূর্বাহ্ন



শ্রীমঙ্গলে স্কুল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সহপাঠীদের মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্কুল সহপাঠিকে উত্যক্ত করার জের ধরে তারেক মিয়া নামে এক স্কুল ছাত্রের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারী) দুপুরে উপজেলার ভূনবীর ইউনিয়নের দশরথ স্কুল এন্ড কলেজের সামনের সড়ক ব্যারিকেড দিয়ে এ মানববন্ধনে অংশ নেয় সহপাঠীরা। তারেক মিয়া ওই স্কুলের দশম শ্রেণির ছাত্র।

গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে ওই ইউনিয়নের গোপেন্দ্রগঞ্জ বাজারে গেলে স্কুলের এক ছাত্রীকে উত্যক্তর ঘটনার প্রতিবাদ করার জের ধরে ১২-১৪ জন যুবক তারেক মিয়ার ওপর সন্ত্রাসী হামলা করে।

তারেককে গুরুত্বর আহত অবস্থায় প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার স্কুলের প্রায় ৬০০ ছাত্রছাত্রী ক্লাস ফেলে মানববন্ধন কর্মসূচী পালন করে।

এসময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘তারেকের উপর হামলার ঘটনা থানা পুলিশকে জানানো হলে এখন পর্যন্ত পুলিশের কেউ এলাকায় আসেনি কোন খোঁজ খবরও নেননি’। শিক্ষার্থীরা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানায়।

আহত শিক্ষার্থীর পিতা মো. মালেক মিয়া জানান, এলাকার জাহাঙ্গির, নাহিদ,  নাজু মিয়া ও তাদের কয়েকজন সহযোগী দীর্ঘদিন ধরে তারেকের স্কুলের সহপাঠী ছাত্রীদের উত্যক্ত করতো। এতে তারেক প্রতিবাদ করতো। এনিয়ে জাহাঙ্গির ও তার সহযোগীরা তারেকের উপর ক্ষুদ্ধ ছিল। এরই জের ধরে বুধবার সন্ধ্যায় আমার ছেলের ওপর তারা সন্ত্রাসীরা হামলা চালায়।

ভুনবীর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে সেখানে গিয়ে হামলাকারীদের বিচারের আশ্বাস দিয়ে উত্তেজিত ছাত্র-ছাত্রীদের নিবৃত করি। পরে তারা কর্মসূচী শেষ করে ক্লাসে ফিরে যায়।

এ ব্যপারে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ তালুকদার বলেন, এ ঘটনায় বিকালে তারেকের বাবা একটি অভিযোগ নিয়ে থানায় এসেছেন। অভিযোগটি আমলে নিয়ে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।

জিকে/আরসি-২৫