শাবির আন্দোলনে সংহতি জানিয়ে সিলেটে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২৩, ২০২২
১০:১৭ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৩, ২০২২
১০:৩০ অপরাহ্ন



শাবির আন্দোলনে সংহতি জানিয়ে সিলেটে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে নগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সিলেটের সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (২৩ জানুয়ারি) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন শতাধিক শিক্ষার্থী। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল কামরান চত্তরে এসে মিলিত হয়।

এমসি কলেজের শিক্ষার্থী আব্দুর রহিমের সভাপতিত্বে ও গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থী তানজিল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন শাবিপ্রবির শিক্ষার্থী তোফায়েল আহমদ।

বক্তব্য দেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থী আমিরুল ইসলাম আমিন, দক্ষিণ সুরমা কলেজের আখতার হোসাইন, লিডিং ইউনিভার্সিটির মোহাম্মদ বিপুল, মদনমোহন কলেজের সাকিব রানা, এমসি কলেজের সুরাইয়া পারভিন আঁখি, মামুনুর রশীদ, তুষার শুভ্র, আল-আমিন, নার্সিং কলেজের শিক্ষার্থী কুলসুমা, এমসি কলেজের জাহেদ জয়, সালেহ আহমদ প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমসি কলেজের শিক্ষার্থী জাহেদ আহমদ, মো. শামীম আহমেদ, শাহান, এইচএম সায়েম, জাওয়াদুর রহমান, মারজান আহমেদ, দক্ষিণ সুরমা কলেজের শিক্ষার্থী জে.এ পাভেল, রাতুল চৌধুরী জয়, রনি দেব, মদন মোহন কলেজ শিক্ষার্থী মামুন আহমদ, সিলেট সরকারি কলেজের শিক্ষার্থী জাহিদুর রহমান, জালালাবাদ হোমিও কলেজ শিক্ষার্থী হাসানুল বান্না, আল আমিন, জাফর সারওয়ার, আবদুল হাফিজ, ইয়াসিন আরাফাত, আফজাল হোসেন, সরকারি টিচার্স ট্রিনিং কলেজ শিক্ষার্থী প্রদিপ কুমার, মুহিতোষ চক্রবর্তী, নান্টুস বিশ্বাস, টেকনিক্যাল কলেজ শিক্ষার্থী লাদেন বিন কয়েছ, মৌলভীবাজার কলেজ শিক্ষার্থী মোঃ কিবরিয়া আহমেদসহ সিলেটের প্রায় প্রত্যেকটি কলেজের শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, শাবিপ্রবিতে আমাদের বন্ধুদের চলমান আন্দোলনকে সমর্থন করছি। যে কোনো যৌক্তিক আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়।  শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে ভিসি তার পদে থাকার নীতিগত অধিকার হারিয়েছেন। আন্দোলনরতদের সাথে কণ্ঠ মিলিয়ে আমরাও বলতে চাই- যে ভিসি বোমা মারে, সেই ভিসি চাই না।

মানববন্ধন থেকে বক্তারা ৪ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো- শাবি ভিসির পদত্যাগ করতে হবে, শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি মেনে নিতে হবে, শিক্ষার্থীদের ওপর করা মামলা প্রত্যাহার করতে হবে ও স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে হবে।

আরএম-০২