শাবিপ্রবি উপাচার্যের বাসভবনের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২৪, ২০২২
০১:১৮ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৪, ২০২২
০১:২৬ পূর্বাহ্ন



শাবিপ্রবি উপাচার্যের বাসভবনের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উপাচার্যের বাসভবনের প্রধান ফটক। ছবি- সিলেট মিরর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ ও পানি সংযোগ সরবরাহ বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আজ রবিবার (২৩ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে তারা এ সংযোগ বিচ্ছিন্ন করেন।

আন্দোলনকারী শিক্ষার্থী হাসিব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনশনের পরও উপাচার্য পদত্যাগ না করায় তাকে পূর্ণ অবরুদ্ধ করে রাখা হয়েছে।

এর আগে শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিলেন, রবিবারের পর থেকে উপাচার্যের বাসভবনে পুলিশ ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। তার বাসায় পানি, বিদ্যুৎসহ সব পরিষেবা বন্ধ করে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে এসে শিক্ষার্থীদের পক্ষে মোহাইমিনুল বাশার রাজ বলেন, ‘শিক্ষার্থীরা প্রায় ১০০ ঘণ্টা ধরে অনশন করছেন। অথচ এখন পর্যন্ত উপাচার্যের পদত্যাগের কোনো লক্ষণ নেই। এ অবস্থা চলতে থাকলে আমরা উপাচার্যকে পূর্ণ অবরুদ্ধ করতে বাধ্য হবে। তখন তার বাসার জরুরি পরিষেবাও (পানি, বিদ্যুৎ) বন্ধ করে দেব আমরা। আর আজ থেকে পুলিশ ছাড়া কেউ তার বাসায় প্রবেশ করতে পারবেন না।’

উপাচার্যের বাসার সামনে মানবপ্রাচীর গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।

উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তার পদত্যাগ দাবিতে গত ১৭ জানুয়ারি থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গত বুধবার থেকে একই স্থানে অনশন শুরু করেন ২৪ শিক্ষার্থী।

আরসি-১৭/এএফ-০৪