নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৪, ২০২২
০১:৩৫ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২৪, ২০২২
০১:৫৬ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের অনশন ভাঙতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির জরুরী বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস।
আজ রবিবার (২৩ জানুয়ারি) বেলা আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত এই জরুরী সভা অনুষ্ঠিত হয় দিকে শিক্ষক সমিতির সভা শেষ হয়।
দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে সমিতির সদস্যদের সর্বসম্মতিক্রমে ৪ দফা দাবি প্রস্তাব করেন বলে জানান সমিতির সভাপতি ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক তুলসী কুমার দাস।
দাবিগুলো হলো-
অধ্যাপক তুলসী কুমার দাস বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশি হামলা কখনই কাম্য নয়। শনিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আলাপকালেও আমরা বিষয়টি তুলেছি। তিনিও এই ঘটনা কাম্য নয় বলে উল্লেখ করেছেন।
তিনি আরও বলেন, এই মুহূর্তে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এতে আমরা উদ্বিগ্ন। তবে শিক্ষার্থীরা যেন সহিংস না হয়, সেজন্য তাদের প্রতি আহ্বান জানাই।
আরসি-১৮