সিলেটে নারী উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২৪, ২০২২
০৩:১৯ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৪, ২০২২
০৩:৩৭ পূর্বাহ্ন



সিলেটে নারী উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক কর্মশালা শুরু

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহযোগিতায় শিল্প উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ রবিবার (২৩ জানুয়ারি) সকালে সিলেট চেম্বার সম্মেলন কক্ষে এ কর্মশালা উদ্বোধন করা হয়।

বিসিক, সিলেটের উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) ম. সুহেল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক তাহমিন আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘উদ্যোমী নারী উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকারের ভূমিকা সারা বিশ্বে এখন রোল মডেল হিসেবে পরিচিত। ক্ষুদ্র ও কিংবা বৃহৎ পরিসরে সবখানেই নারী উদ্যোক্তাদের জয়জয়কার। যেখানে পুরো পৃথিবী দিচ্ছে প্রতি ১০০ জনে দুজন নারী উদ্যোক্তা হয়ে ওঠার পরিসংখ্যান, সেখানে বাংলাদেশের চিত্র অনেকটাই আশাব্যঞ্জক।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে মোট উদ্যোক্তার শতকরা ৩১.৬১ ভাগ নারী। এসব নারী উদ্যোক্তাদের দক্ষভাবে গড়ে তুলতে হলে প্রশিক্ষণ কর্মশালার কোন বিকল্প নেই।’

সভাপতির বক্তব্যে বিসিক, সিলেট এর উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) ম. সুহেল হাওলাদার বলেন, ‘বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারও এক্ষেত্রে অত্যন্ত আন্তরিক।’

এ সময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, পরিচালক মো. হিজকিল গুলজার, মো. মুজিবুর রহমান মিন্টু, আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), কাজী মো. মোস্তাফিজুর রহমান, ফাহিম আহমদ চৌধুরী, উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট সিলেটের প্রতিনিধি সুলতানা পারভিন প্রমুখ।

এসএইচ/আরসি-২১