সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২২
০৩:৩১ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২৪, ২০২২
০৩:৩১ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে আগামীকাল সোমবার (২৪ জানুয়ারি) প্রতীকী অনশনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
আজ রবিবার (২৩ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শাবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সোমবার বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ৩ ঘণ্টা প্রতীকী অনশন করবে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
এদিকে উপাচার্যের পদত্যাগ দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের অনশনের ১০০ ঘণ্টা পার হয়েছে। গত বুধবার বিকেল ২টা ৫০ মিনিট থেকে ২৪ জন শিক্ষার্থী আমরণ অনশনে বসেন। পরবর্তীতে এক শিক্ষার্থীর বাবা হৃদরোগে আক্রান্ত হলে সে বাড়িতে চলে যায়। আজ রোববার সকাল থেকে আরও ৪ শিক্ষার্থী অনশনে বসেছেন।
এর আগে গত মঙ্গলবার শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সেইসঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে উপচার্যের পদত্যাগ দাবি করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৭ জন শিক্ষক।
আরসি-২৪