নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৪, ২০২২
০৫:১৬ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২৪, ২০২২
০৬:৫২ পূর্বাহ্ন
উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-গ্যাস ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করায় নিন্দা জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
রবিবার (২৩ জানুয়ারি) রাতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসী কুমার দাস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষক সমিতি এই ধরণের কর্মকাণ্ডকে একেবারেই সমর্থন করে না। এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে শিক্ষক সমিতি।
আন্দোলনকারীরা সব ধরণের সহিংসতা পরিহার করবে বলে আশা করেন শাবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
আরসি-০১