নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৪, ২০২২
০৬:৫২ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২৪, ২০২২
০৬:৫২ অপরাহ্ন
হাসপাতালে ভর্তি থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনশনরত শিক্ষার্থীদের হাসপাতাল থেকে দেওয়া খাবার ও ফলমূল ফিরিয়ে দিয়েছেন তারা।
আজ সোমবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আন্দোলনকারীরা।
এ সময় তারা সাংবাদিকদের সামনে এ সব খাবার প্রদর্শন করে জানান পথশিশুদের মধ্যে এ সব খাবার বিতরণ করা হবে।
সোমবার সকালে হাসপাতাল থেকে চারজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অনশনস্থলে ফিরে আসেন। এ পর্যন্ত হাসপাতালে ১৫ জন শিক্ষার্থী আছেন। এছাড়া বাকি ১২ জন শিক্ষার্থী অনশনস্থলে রয়েছেন।
এনএইচ/আরসি-১৩