জৈন্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি


জানুয়ারি ২৪, ২০২২
০৮:১৩ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৪, ২০২২
০৮:১৩ অপরাহ্ন



জৈন্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূসরাত আজমেরী হকের সভাপতিত্বে উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

সভায় জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ, নিজপাট ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউপি সদস্য মো. ইয়াহিয়া, চারিকাটা ইউপি চেয়ারম্যান মো. সুলতান করিম, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, বিজিবির বিভিন্ন ক্যাম্পের সদস্যরা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন। 

সভায় জৈন্তাপুর সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে চেরাকারবার সংগঠিত হওয়ায় এবং ভারত হতে অবাধে মাদক প্রবেশ, গরু-মহিষ চোরাচালান, সংশ্লিষ্ট সীমান্ত বাহিনীর নিরবতা, চোরাকারবারীদের সাথে সংঘর্ষের ঘটনা সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ বিষয়ে গুরুত্বের সাথে আলোচনা পর্যালোচনা হয়।

এছাড়া উপজেলা সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে থাকায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের সফল্যে তুলে ধরা হয়। সভায় চোরাচালান রোধে এবং সংশ্লিষ্ট বাহিনীকে কঠোর হতে বলা হয়।  

আর কে/বি এন-০২